ইতালিতে বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় ‘ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘ পালন করেছে । ডিজিটাল প্ল্যাটফর্মে আয়ােজিত দুইদিন ব্যাপি এই অনুষ্ঠানের মধ্যে ছিল শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ , জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরণ , বাণী পাঠ , ভাষা শহিদদের জন্য দোয়া ও মােনাজাত , আলােচনা সভা এবং বহুভাষা – ভিত্তিক একটি বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানের প্রথম দিন ২০ ফেব্রুয়ারি ২০২১ স্থানীয় সময় সন্ধ্যা ০৭ টা ০১ মিনিটে বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মােঃ শামীম আহসান দূতাবাসের কর্মকর্তা – কর্মচারীদের সাথে নিয়ে অমর একুশের গানের ( আমার ভাইয়ের …… পারি ) সাথে সাথে দূতাবাসের প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন
এরপরে দূতাবাসের সভাকক্ষে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রী , পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয় । বাণী পাঠ শেষে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মােনাজাত করা দ্বিতীয় দিনের ( ২১ ফেব্রুয়ারি ২০২১ ) কর্মসূচী শুরু হয় সকাল ৯.৩০ ঘটিকায় রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে । এরপরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয় । আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কো – এর মহাপরিচালক এবং ইতালিতে নিযুক্ত ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয় । আলােচনা সভায় প্রবাসী বাংলাদেশী রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ ছাড়াও বিদেশী নাগরিকগণের অংশগ্রহণে একটি প্রাণবন্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয় । ইতালিয়ান প্রফেসর ড . ফ্রান্সেস্কো জানিনি ( Professor Dr. Francesco Zanini ) বাংলায় প্রদত্ত তাঁর বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরতে গিয়ে বাংলাভাষাকে প্রাণের খােরাক হিসেবে অভিহিত করেন ।