বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বরিশালে জনসচেতনতামূলক কর্মসূচী পালন করেছে বিএনসিসি’র সুন্দরবন রেজিমেন্টের ২৫ ব্যাটালিয়ন। শনিবার সকালে বিএম কলেজ প্রাঙ্গনে আয়োজিত মাস্ক-স্যানেটাইজার বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এরপর একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আউয়াল, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আসাদুজ্জামান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কামাল, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাসির উদ্দিন, কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মো: দরবেশ আলী, লেফটেন্যান্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সরকারি বিএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো: আল আমিন সরোয়ার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএম কলেজের প্লাটুন ইউনিট অফিসার (পিইউও) কোম্পানী সেকেন্ড ইন কমান্ড আনোয়ার হোসেন।