এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে বুধবার বুধবার তাকে এ চিঠি পাঠানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঋণ সংক্রান্ত অনিয়ম এবং দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে। আগামী দুই বছর তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এমডি-উপদেষ্টা অথবা পরামর্শক হতে পারবেন না।