মুন্সীগঞ্জে ১৭ দোকানকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৭ years ago

মুন্সীগঞ্জে কয়েকটি ফলের দোকান, কনফেকশনারি, মিষ্টির দোকান এবং খাবারের দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

মুন্সীগঞ্জ ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক তাহমিনা জানান, পরিবেশ নষ্ট, খাবারের নিম্নমান, মেয়াদোত্তীর্ণ, মাপে কম দেয়া এবং উৎপাদনের তারিখ না থাকা বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সবুজ ছায়া রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, আসলাম সুইটমিটকে ১০ হাজার টাকা, নাফিয়া কনফেকশনারিকে ৫ হাজার টাকা এবং ১৩টি ফলের দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা হরা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা বিভাগীয় উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক ঢাকা অধিদপ্তরের আফরোজা রহমান।