বরিশালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ

লেখক:
প্রকাশ: ৪ years ago

১৮ জানুয়ারি সোমবার দুপুর ১ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের আহত/অসুস্থ শ্রমিক বা শ্রমিকের পরিবারবর্গের চিকিৎসা, পেশাগত দূর্ঘটনাজনিত মৃত্যু এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এসময় তিনি বরিশাল জেলার ২৪ জন শ্রমিকের মাঝে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল মোঃ ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ অফিসের কর্মকর্তারা এবং শ্রমিক শ্রমিকদের অবিভাবক ও সন্তানেরা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা শ্রমিকদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের আহত/অসুস্থ শ্রমিক বা শ্রমিকের পরিবারবর্গের চিকিৎসা, পেশাগত দূর্ঘটনাজনিত মৃত্যু এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ২৪ জনের মাঝে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন।