ব্রিটিশ বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনাভাইরাস বা কোভিড-১৯ এর নতুন প্রজাতি আরো সংক্রমক এবং শিশুদের ওপর এই ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি হতে পারে।
বুধবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
নিউ এমার্জিং রেস্পাইরেটরি ভাইরাস থ্রেট এডভাইজরি গ্রুপ বা এনইআরভিটিএজি নামে ব্রিটেনের ওই গবেষকরা জানিয়েছেন, তারা এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত যে নতুন প্রজাতির এই করোনাভাইরাস আরো বেশি সংক্রমক।
পাশাপাশি, এই ভাইরাস শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পরতে পারে বলে তারা ইঙ্গিত দিয়েছেন।
এনইআরভিটিএজি মতে, ধারণা করা হচ্ছে যে দক্ষিণপূর্ব ইংল্যান্ড থেকে করোনার এ নতুন স্ট্রেইনের উৎপত্তি। প্রায় ৭১ শতাংশ বেশি মাত্রায় সংক্রমক এই নতুন ধরণের ভাইরাসটি।
গবেষক টিমের প্রধান ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিটার হোরবে বলেন, আমরা এখন অধিকমাত্রায় নিশ্চিত যে বর্তমানে যুক্তরাজ্যের অন্যান্য ভাইরাসের চেয়ে নতুন এই প্রজাতির সংক্রমণ বেশি।
ওই গবেষক দলের অপর এক সদস্য ওয়েনডি বার্কলে জানান, এটি এমন একটি ভাইরাস যা আরো সহজে রিসেপটর বা এসিইটু গুলো ব্যবহার করে মানব কোষে দ্রুত প্রবেশ করতে পারে