শামীম আহমেদ ॥ সমান কাজে সমান মজুরি,প্রসুতিকালীন ছুটি,কাজের নিরাপত্তা, নিয়োগ পত্র সার্ভিস বুকের ১৬ হাজার টাকা ন্যুনতম মজুরি সমতাভিত্তিক রাষ্ট্রনীতি, শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধ করা সহ সামাজিক নিরাপত্তার দাবী জানিয়েছে জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার আয়োজিত তৃতীয় জেলা সম্মেলনের মাধ্যমে।
আজ শুক্রবার (১১) ডিসেম্বর সকাল ১১টায় নগরী অশি^নী কুমার টাউন হল চত্বরে এই সম্মেলন অনুষ্ঠান কুয়াসার সকালে অনুষ্ঠিত হয়।
খাদিজা বেগম বিনতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাহিদা পারভীন শিখা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল ট্রেড ইউনিয়ন জেলা কমিটি সভাপতি এম এ জলিল,মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি স্বপন দত্ত, মহানগর রিক্সা ও ভ্যান সভাপতি আখত্রা হোসেন শ্রুপু, আলাউদ্দিন মোল্লা,তুষার সেন, জোছনা বেগম।
সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন টিইউসি কেন্দ্রীয় কমিটি সদস্য এ্যাড, একে আজাদ। জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়নের তৃতীয় সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করে বরিশাল মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা পূস্প চক্রবর্তী।
পরে নগরীতে দাবী আদায়ের শ্লোগান দিয়ে একটি র্যালি বেড় করে।