 
                                            
                                                                                            
                                        
পটুয়াখালী জেলার সদর থানাধীন পশ্চিম আউলিয়াপুর এলাকা হতে শনিবার দুপুরে একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প। গ্রেফতারকৃত আসামী হলো সুমন হাওলাদার (২৫)।
আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন ট্রাক চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। আসামীর নিকট হতে ২৭৮ (দুই শত আটাত্তর) পিচ কথিত ইয়াবা উদ্ধার করা হয়।
এলাকায় দীর্ঘ দির যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসছিল সে। র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলামবলেন, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করবে।