ম্যারাডোনা সবসময় আমাদের হৃদয়ে থাকবেন : বাংলাদেশ অধিনায়ক

লেখক:
প্রকাশ: ৪ years ago

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। তবে তিনি সব সময় আমাদের হৃদয়েই থাকবেন।’ জামাল ভূঁইয়া জাতীয় ফুটবল দলের সঙ্গে কাতারে আছেন। সেখান থেকে এক ভিডিও বার্তায় ফুটবলের বরপুত্র ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।

জামাল ভূঁইয়া বলেন, ‘সবাই জেনেছেন ম্যারাডোনা মারা গেছেন। এটা ফুটবলের জন্য একটা দুঃসংবাদ। মাত্র ৬০ বছর বয়সে তিনি মারা গেলেন। সারা বিশ্বের ভক্তরাই দুঃখ পেয়েছেন। যারা ফুটবল খেলেছেন এবং খেলছেন তাদের বেশি খারাপা লাগছে।’

বাংলাদেশ ফুটবল অধিনায়ক যোগ করেন, ‘কেউ বলছেন আইকন, কেউ বলছেন লিজেন্ডারি। প্রত্যেকেই জানেন তার নেতৃত্বে আর্জেন্টিান বিশ্বকাপ জিতেছে ১৯৮৬ সালে। ইতালি লিগে তিনি নাপোলিতে খেলেছেন। ফুটবলে তার অনেক অর্জন।’

বাংলাদেশে ম্যারাডানোর অনেক ভক্ত আছে উল্লেখ করে জামাল ভূঁইয়া বলেন, ‘আর্জেন্টিনার ফ্যান ও বাংলাদেশের ফ্যান সবাই বলে ম্যারোডোনা ম্যারাডোনা। সুতরাং আমি এবং বিশ্বের অন্যসব ফুটবলার এবং বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের জন্য গতকাল ছিল দুঃখের দিন। তিনি মারা গেলেও সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। ফুটবলের জন্য তিনি যা করেছেন, তা কখনই ভোলার নয়।’