৯ কোম্পানি বিনিয়োগ করবে ১ হাজার ১২০ কোটি টাকা

লেখক:
প্রকাশ: ৬ years ago

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে নয়টি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে তারা। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ চুক্তির ঘোষণা দেওয়া হলো। এর আওতায় আগামী ৪০ বছরের জন্য বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রবি আজিয়াটা, জেনেক্স, বিজেআইটি সফটওয়্যার, ফেয়ার ইলেকট্রনিকস, কেডিএস গ্রুপ, ইন্টারক্লাউড, বিজনেস অটোমেশন, নাজডাক টেকনোলজিস এবং জেআর এন্টারপ্রাইজ বিনিয়োগের সুযোগ পাবে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম বলেন, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সফটওয়্যার কোম্পানি ক্যাটাগরিতে দেড় একর জায়গা বরাদ্দ পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড। তারা আইটি/আইটিইএস, ডিজিটাল সার্ভিস দেবে। ফেয়ার ইলেকট্রনিকস তিন একর, বিজেআইটি বাংলাদেশ দুই একর, কেডিএস গ্রুপ তিন একর, ইন্টারক্লাউড তিন একর, জেনেক্স ইনফোসিস দুই একর, নাজডাক টেকনোলজিস দুই একর, জেআর এন্টারপ্রাইজ দুই একর, বিজনেস অটোমেশন দুই একর জায়গা পাচ্ছে। চুক্তির মাধ্যমে যে নয়টি প্রতিষ্ঠান এখানে ২০ দশমিক ৫০ একর জমি বরাদ্দ পেল তারা হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি, বিপিও, ট্রেনিং সেন্টার, ডেটাসেন্টার প্রযুক্তি নিয়ে কাজ করবে, যা ২৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে। কোম্পানিগুলো এখানে প্রায় ১ হাজার ১২০ কোটি টাকা বিনিয়োগ করবে।

হোসনে আরা বেগম বলেন, বঙ্গবন্ধু হাইটেক সিটি দেশের প্রথম হাইটেক পার্ক। এখানে কাজ শুরু করার জন্য প্রথম পর্যায়ে প্রাপ্ত ২৩২ একর জমিকে পাঁচটি ব্লকে ভাগ করে ডেভেলপার নিয়োগ করা হয়। পরবর্তী সময়ে পার্কসংলগ্ন ৯৭ দশমিক ৩৩ একর জমি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দ পাওয়া যায়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সরাসরি বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দ প্রদান করা হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতায় নির্মিত/নির্মিতব্য হাইটেক পার্কগুলোয় বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন হাইটেক পার্কে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে লন্ডনে সেমিনার, রোডশোসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠান এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, কালিয়াকৈরে ৩৫৫ একর জমির ওপর স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ফ্ল্যাগশিপ প্রকল্প।

হাইটেক পার্ক সফটওয়্যার, ইলেকট্রনিকস ইত্যাদি পণ্য রপ্তানি মূল কেন্দ্র হয়ে গড়ে উঠবে।