বাংলাদেশের রাজধানী ঢাকায় মোহাম্মদপুরের একটি বস্তিতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। তবে সোমবার সকালে স্থানীয় কেউ জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনা জানায় পুলিশকে। শেষ পর্যন্ত ধর্ষণে অভিযুক্ত ইমরান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার শিকার শিশুটিকেও উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার বছিলা এলাকায় শাহজালাল হাউজিং এলাকার বস্তিতে ধর্ষণের ওই ঘটনা ঘটে। শিশুটির বাবা একজন রিকশা চালক। অভিযুক্ত যুবক ইমরানের বস্তিতে প্রভাব রয়েছে। এজন্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। শেষ পর্যন্ত মোহাম্মদপুর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, শনিবারের ওই ঘটনার পর বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। সবাই মিলে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। তবে গতকাল সকালে কেউ একজন ৯৯৯ এ ফোন করে ঘটনা জানায়। এরপর সেখান থেকে থানায় অবহিত করার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নেয়। অভিযান চালিয়ে অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com