ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস ৯৯৯-এ ফোন পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী ধনুহাজী রোড এলাকা থেকে দুইদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে ওই নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায় এক পথচারী।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্র্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, রোববার বিকেলে পাইনাদী ধনুহাজী রোড এলাকার স্বরূপকাঠী নার্সারির পাশে বাজারের একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে সেটি খুলে এক নবজাতকের লাশ দেখতে পান তারা।
এরপর ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান এক পথচারী। সিদ্ধিরগঞ্জ থানায় জানালে আমরা গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ দেখে মনে হচ্ছে নবজাতকের বয়স দুইদিন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com