৮ মাসের লম্বা বিরতির পর আবারো মাঠে ফিরতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক।
আসরে অংশ নেওয়া ৫ দলের মধ্যে ৪টি দলই তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। আসরে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রাম কেবল তাকে দলে নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায় নি। অন্য ৪ দলের লড়াইয়ে শেষপর্যন্ত লটারির মাধ্যমে তাকে দলে ভেড়াতে সক্ষম হয় জেমকন খুলনা।
তার মানে তারকাবহুল দলটিতে যোগ হলো আরেকটি বড় নাম। এমনিতেই সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ খেলছিলেন খুলনার হয়ে। পঞ্চপান্ডবের ৩ জনই যোগ হলো এই দলে।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, আজ বিসিবি অফিসে অনুষ্ঠিত লটারির মাধ্যমে মাশরাফীকে দলে পেয়েছে জেমকন খুলনা।
দলটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম বলেন, মাশরাফীকে আমাদের দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত। যদিও তার জন্মস্থান নড়াইল খুলনা বিভাগেই, কিন্তু এর আগে কখনো দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সে খুলনার হয়ে খেলে নি। আমি আশা করি, দল এবার আরো ভালো খেলবে এবং তাকে পাশে পেয়ে সবাই আরো ভালো খেলতে উৎসাহিত হবে।
এর আগে ইনজুরির কারণে আসরের প্লেয়ার লিস্ট থেকে তার নাম সরিয়ে নেয়া হয়। ১লা ডিসেম্বর থেকে আবারো মাঠে ফেরার জন্য প্রস্তুতি শুরু করেন ম্যাশ। বিসিবি জানায়, আসরে খেলতে হলে তাকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে।
বিসিবি'র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজকে জানান, মাশরাফী ফিটনেস টেস্টে পাশ করেছে। ফলে তাকে লটারীতে আনা হয়েছে।
ক্রিকেটারদের সর্বোচ্চ 'এ' গ্রেডে থাকবেন ম্যাশ। যার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা। তবে আসরের শেষদিকে এসে যোগ দেয়ায় কিছুটা কম পেতে পারেন মাশরাফী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com