৮৫০ কৃষকের ঋণ পরিশোধ করবেন অমিতাভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন বলেছেন, ভারতের উত্তর প্রদেশের ৮৫০ জন কৃষকের ঋণ পরিশোধ করবেন তিনি। বর্ষীয়ান এ অভিনেতা বলেন, এর আগে তিনি মহারাষ্ট্রের ৩৫০ জন কৃষকের ঋণ পরিশোধে সহায়তা করেছিলেন। বিগ বি তাঁর ব্লগে এ অসাধারণ খবরটি জানিয়েছেন।

৭৬ বছর বয়সী অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লিখেছেন, ‘আমাদের দেশের সেসব মানুষ, যাঁরা তাঁদের জীবন আমাদের জন্য উৎসর্গ করেন; তাঁদের জন্য কিছু করতে পারার অভিজ্ঞতা অনেক বেশি সন্তোষজনক।’ অন্যদেরও তাঁদের সহায়তা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

‘৩৫০ জনের বেশি কৃষকের পক্ষে ঋণ পরিশোধ করা কঠিন ছিল এবং আত্মহত্যা থেকে তাঁদের রক্ষাকল্পে কিছু দিন আগেই ঋণ পরিশোধ করা হয়েছে… এর আগে অন্ধ্র ও বিদর্ভের কৃষকদের ঋণ পরিশোধ হয়েছে… এখন উত্তর প্রদেশের ৮৫০ জনের বেশি কৃষক ও তাঁদের সাড়ে পাঁচ কোটি রুপির বেশি ঋণ পরিশোধ করা হবে’…

বিগ বি আরো বলেন, অজিত সিংহকেও তিনি সাহায্য করবেন, যাঁকে ‘কৌন বনেগা ক্রোড়পতি কর্মবীর’ অনুষ্ঠানে দেখা গিয়েছিল। যেসব মেয়েকে জোরপূর্বক পতিতাবৃত্তির দিকে ঠেলে দেওয়া হয়, তাঁদের রক্ষায় কাজ করেন অজিত।

অমিতাভ বচ্চন বলেন, ‘আগামীকাল অজিত সিংহকে সহায়তা করা হবে, যিনি কেবিসি কর্মবীরে ছিলেন এবং যিনি জোরপূর্বক পতিতাবৃত্তি ও অপহৃত মেয়েদের রক্ষায় কাজ করেন; সাহসী প্রচেষ্টার জন্য তাঁর কাছে সহায়তা পৌঁছানো হবে।’

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ভারতে অনেক কৃষক আত্মহত্যা করেন। জ্যেষ্ঠ এ অভিনেতার এ মহৎ উদ্যোগের পাশাপাশি কৃষকদের ঋণ পরিশোধে প্রত্যেক নাগরিক সহায়তার হাত বাড়াবেন বলেই মনে করেন সমাজকর্মীরা।