৭ মার্চের ভাষণ ইউনেস্কোর তালিকাভুক্ত হওয়ায় নগরীতে শোভাযাত্রা

:
: ৭ years ago

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমরি অব দা ওয়ার্ল্ড রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকাভূক্ত হওয়ায় বিভাগীয় শহর বরিশালে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে জেলা প্রশাসন। সকাল ১০ নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সরকারী জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ নগরীর শতাধিক স্কুলের শিক্ষার্থীরা ও বেসরকারী উন্নয়ন সংস্থার সদস্য জড়ো হয়। পরে হাতি ঘোড়া নিয়ে বণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন করে।

এসময় র‌্যালির অগ্রভাগে ছিলেন জেলা বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জান, বরিশাল রেঞ্জ ডি আই জি মোঃ সফিকুল ইসলাম, পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন,অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ,বীর উত্তম মহিউদ্দিন মানিক সহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে র‌্যালি জিলা স্কুল প্রাঙ্গনে এসে শেষ করে। রাতে বঙ্গবন্ধু উদ্যানে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট।অপর দিকে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানোর পর আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণের স্থায়ী মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ও সরকারী গৌরনদী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সী, এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম, জেলার দুইবারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। একইদিন উপজেলার রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা মোঃ মেজবা উদ্দিন আকনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আলী আকবর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মৃধা, আব্দুল হক ঘরামী, হাক্কানী আলম, চক্রবর্তী নিতাই লাল, আব্দুস সালাম খান, আব্দুল কাদের, জাফর আলী খান, মোঃ মুনসুর আহম্মেদ, সামচুল হক খান প্রমুখ।

ফটোগ্যালারী:

Image may contain: 8 people, crowd and outdoor

Image may contain: 8 people, people standing and outdoor

Image may contain: 1 person, walking, standing and outdoor

Image may contain: 6 people, people standing, crowd, tree, hat and outdoor

Image may contain: 5 people, people standing and outdoorImage may contain: 4 people, people smiling, people standing, people walking, crowd and outdoorImage may contain: 5 people, people standing and outdoor

Image may contain: 9 people, people standing, crowd and outdoor

Image may contain: 10 people, people smiling, crowd and outdoor

 

Image may contain: 7 people, crowd and outdoor

Image may contain: 10 people, people smiling, crowd and outdoor

Image may contain: 12 people, people standing, crowd and outdoor

Image may contain: 13 people, people smiling, people standing, crowd and outdoor

Image may contain: one or more people and outdoor

Image may contain: 2 people, people standing, crowd and outdoor

Image may contain: 9 people, crowd and outdoor

Image may contain: 5 people, people standing, crowd and outdoor

Image may contain: 9 people, people standing, people walking and outdoor

Image may contain: 6 people, people on stage and outdoor

Image may contain: 14 people, people standing, crowd and outdoor

Image may contain: 9 people, crowd and outdoor

Image may contain: 16 people, people standing, suit and outdoorImage may contain: 12 people, outdoor

Image may contain: one or more people, people on stage and indoor