জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে পূর্বের ধারাবাহিকতায় এবারও আরটিভি’র পর্দায় প্রচার হবে ‘মোশাররফ উৎসব’। ৭দিন ব্যাপী মোশাররফ উৎসব প্রচার হবে ঈদের দিন হতে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭ টা ৫ মিনিটে।
ঈদের দিন প্রচার হবে ‘তকদির’। এর রচনা জুয়েল এলিন ও পরিচালনা করেছেন শামস করিম। মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন প্রসুন আজাদ প্রমুখ।
ঈদের ২য় দিন প্রচার হবে নাটক ‘ক্যারিয়ার’। ফজলুল সেলিমের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, তারিন প্রমুখ।
ঈদের ৩য় দিন ‘ঠিকানা’ নামের নাটকটি প্রচার হবে। সারওয়ার রেজা জিমির রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম, রিচি সোলায়মান প্রমুখ।
ঈদের ৪র্থ দিনের নাটক ‘ব্ল্যাক লাইট’। রচনা ও পরিচালনায় আলম আশরাফ। অভিনয়ে মোশাররফ করিম, তারিন প্রমুখ।
ঈদের ৫ম দিন ‘আস্থা’ নাটক প্রচার হবে। রচনা ও পরিচালনায় জিয়াউর রহমান জিয়া। অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, পুশল, ইলোরা গহর, কাদরি, সেলিন আহমেদ, হিমি হাফিজ প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন দেখা যাবে ‘বুজুর্গ’ নাটকটি। রচনা ও পরিচালনা শাহজাদা মামুনের। অভিনয়ে মোশাররফ করিম, আনিকা কবির শখ প্রমুখ।
উৎসবের শেষ দিন অর্থাৎ ঈদের ৭ম দিন প্রচার হবে ‘গৃহশিক্ষক দিচ্ছি নিচ্ছি’। পরিচালনায় তারিক হাসান। অভিনয়ে মোশাররফ করিম, জান্নাতুল পিয়া, তারেক স্বপন প্রমুখ।