দীপ্ত টিভি বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল। পরিচ্ছন্ন অনুষ্ঠান ও সুস্থ বিনোদন দেয়ার লক্ষে কার্যক্রম পরিচালনা করে চলেছে। চ্যানেলটি যাত্রা করেছিলো তিনটি ধারাবাহিক নিয়ে। তারমধ্যে অন্যতম ছিলো ‘পালকী’।
আসছে ১২ এপ্রিল ৭৩৭ পর্ব প্রচারের মধ্য দিয়ে নাটকটি শেষ হতে যাচ্ছে। এমনটাই জানালেন নাটকটির পরিচালক মোস্তফা মনন। আজ সোমবার (৯ এপ্রিল) দীপ্ত টিভির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বললেন তিনি। সেখানে আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির চ্যানেলটির চিফ অপারেটিং অফিসার উরফি আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।
সম্মেলনে জানানো হয়, এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছিলো মেগা সিরিয়াল ‘পালকী’। এতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, রানী আহাদ, ইমতু রাতিশ, নওশিন, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, হিল্লোল, সুজাতা, গীতশ্রী, শিরিন আলম আরো অনেকে।
এদিকে ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক। নাম ‘ওরা থাকে ওধারে’। প্রতি শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি’। আহমেদ খান হীরকের রচনায় এটি পরিচালনা করেছেন হাবীব মাসুদ এবং ফিরোজ কবীর ডলার।
এতে অভিনয় করেছেন পুনম জুঁই, সুদীপ, খাইরুল আলম সবুজ, মনিরা মিঠু, শেলী আহসান, সেলিম আহমেদ, তিষ্ণা সরকার, চান্দা মেহজাবিন, শারমিন আঁখি, অন্তরা আজিম, সাবিনা রিমা, রাজিব রাজ, আহমাদ সাদ, তাসমিনা কোরাইয়া, সায়ীদ সুমন, জীবন রায়, কাজল সুবর্ন, রহমাতুল করিম, মৌসুমী অধিকারী, রিয়া চৌধুরী এবং সাইফ চন্দন।