“৭১’র চেতনা”র উদ্যোগে বরিশালে পরিবেশ দিবস উদযাপন-২০১৮

লেখক:
প্রকাশ: ৬ years ago

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস “প্লাস্টিক দূষণ বর্জন করি” এবারবে প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশে পরিবেশ দিবস উদযাপন করা হয়। পরিবেশ দিবস উপলক্ষে জম জম ইনস্টিটিউটের মিলনায়তনে সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনা আলোচনা সভা, র‍্যালী ও সেচেতনামূলক ক্যাম্পেইনের মাধ্যমে পরিবেশ দিবস উদযাপন করেন। “৭১’র চেতনা”র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেনে-এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জম জম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাজ্জাদুল হক সাজু, জম জম ইনস্টিটিউটের নার্সিং এর অধ্যক্ষ সিমা রাণী দাস।

এসময় অনুষ্ঠানটির মধ্যমণি সাজ্জাদুল হক সাজু প্লাস্টিক ব্যবহার বর্জনের আহবান জনান ও প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। সিমা রাণী দাস তার বক্তৃতায় সকলকে প্লাস্টিক জাতীয় পণ্য বর্জন করার আহবান জানান। সভাপতি সভাপতিত্বের বক্তৃতায় তরুণদের পরিবেশ রক্ষার জন্য কাজ করার জন্য সোচ্চার হতে আহবান জানায়। এসময় জম জম ইনস্টিটিউটের “৭১’র চেতনা”র সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা শেষে র‍্যালীর ও সেচেতনামূলক ক্যাম্পেইনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।