৭১’র চেতনার উদ্যোগে ও জম জম ইনস্টিটিউটের সহযোগীতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল ১৬ ডিসেম্বর

:
: ৭ years ago

জম জম ইনস্টিউটের সহযোগিতায় ৭১’র চেতনা জম জম ইনস্টিটিউট শাখার আয়োজনে র‍্যালী, পুষ্পক অর্পণ, আলোচনা, প্রামাণ্যচিত্র, শপথ, বিজয় সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ১৬ ডিসেম্বর।

উক্ত অনুষ্ঠানটি জম জম ইনস্টিটিউটের হল রুমে প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারী ও ৭১’র চেতনার সদস্যদের উপস্থিততে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উক্ত কার্যক্রম । জম জম ইনস্টটিউটের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উউপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের আঞ্চলিক সমন্বয়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার ড. বাহাউদ্দিন গোলাপ, সিটি ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. দেবাশীষ দে রিজন, ডেইলি স্টার এর বরিশাল প্রতিনিধি এম জহুরুল ইসলাম জুয়েল,জম জম ইনস্টিটিউটের পরিচালক অর্থ মোঃ আজমল হক, মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদার, মোঃ মহসিন সুজন ও ৭১’র চেতনা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন, জম জম ইনস্টিটিউট ৭১’ চেতনার সভাপতি মীর মোঃ জোবায়ের, সাধারণ সম্পাদক হৃদয়সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।


উল্লেখ্য সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন ৭১’র চেতনার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয়ের মাস উপলক্ষে বরিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শপথ পাঠ করানো, মাদক বিরোধী আন্দোলন, বাল্যবিবাহ রোধে সচেতনা বৃদ্ধি ও মানব স্বাক্ষর পতাকা তৈরির কার্যক্রম এগেয়ে চলছে ভালো কাজের দৃষ্টান্ত হয়ে ।

পুরো মাসজুড়ে সংগঠনটির এ কার্যক্রম চলবে বরিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে। সংগঠনটির যাবতীয় কার্যক্রম সম্পর্কে জানা যাবে ফেইজবুক ফেইজেঃ www.facebook.com/71.er.chetona/