মোঃ শাহাজাদা হিরা: গত ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষন ” বিশ্বপ্রামান্য ঐতিহ্যের ” স্বীকৃতি হিসেবে” মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার ” এ অন্তর্ভুক্তি উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব , আবুল কালাম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আনোয়ার হোসেন, বীব মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সাংস্কৃতির সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস.এম ইকবাল, সেক্টর কমান্ডার ফোরাম এর সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার, হাসানুর রশীদ মাকসুদ।পরে এক সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।