৭ই মার্চের ভাষণ না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না: বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান

:
: ৫ years ago

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। আর বাংলাদেশ সৃষ্টিতে ৭ই মার্চের ভূমিকা অনন্য বললেন জেলা প্রশাসক বরিশাল। আজ ৭ মার্চ বিকেল ৫ টায় বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসন বরিশালের সহযোগিতা।
বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর অস্থায়ী কার্য়ালয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চর ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কতৃক গৌরবময় আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান উপলক্ষে। বঙ্গবন্ধু ৭ই মার্চ ভাষণ পরিবেশন প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল ও সভাপতি বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল, পঙ্কজ রায় চৌধুরী, শিশু সংগঠন, জীবন কৃষ্ণ দেসহ বিভিন্ন অতিথি, অংশগ্রহণকারীরা, অভিভাবক, প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পু শিশুরা অংশগ্রহণ করেন।