রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ৪৯ দশমিক ৬২ হেক্টর বা ১২২ দশমিক ৬৪ একর রেলভূমি অবৈধ দখলমুক্ত করে রেলওয়ের নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানা গেছে। মন্ত্রী বলেন, বর্তমানে রেলওয়ের জমির পরিমাণ ২৫ হাজার ০২৮ দশমিক ৬৬৯ হেক্টর বা ৬১ হাজার ৮৬০ দশমিক ২৮ একর (বিভিন্ন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত যেসব জমি ভূ-সম্পত্তি বিভাগে ন্যস্ত হয়নি তা ব্যতীত)। এর মধ্যে রেলওয়ের নিজ দখলে থাকা জমির পরিমাণ ৩ হাজার ০৫০ দশমিক ৩৫৭ হেক্টর বা ৫৬ হাজার ৯৭০ দশমিক ৭৩ একর।
তিনি বলেন, রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী ৫ হাজার ৮৫৫ দশমিক ৫৮৭ হেক্টর বা ১৪ হাজার ৪৭৩ দশমিক ২৪ একর রেলভূমি একসনা লিজ প্রদান করা হয়েছে।
মুজিবুল হক বলেন, রেলওয়ের অবৈধ দখলীয় জমির পরিমাণ ১ হাজার ৪৭৫ দশমিক ৬৬৭ হেক্টর বা ৩ হাজার ৬৪৭ দশমিক ২২ একর। উচ্ছেদ কার্যক্রম পরিচালনার মাধ্যমে অবৈধ দখলীয় রেলভূমি উদ্ধার বা অবৈধ দখল মুক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।