নিম্ন আদালতের বিচারকরা ছয়টি গাড়ি পেলেন। এরমধ্যে পাঁচটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস। গাড়িগুলোর মোট দাম এক কোটি ৯৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
রোববার সচিবালয়ে চার নম্বর ভবনের সামনে আইনমন্ত্রী আনিসুল হক সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেন।
নোয়াখালী ও কুষ্টিয়ার জেলা জজ, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-৪ এর বিচারক (জেলা জজ) এবং পিরোজপুর ও ঢাকার সিনিয়র সহকারী জজকে সিডান কার দেয়া হয়েছে। এছাড়া ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-২ এর ব্যবহারের জন্য একটি মাইক্রোবাস দেয়া হয়েছে।
এ সময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্মসচিব গোলাম সারোয়ার, বিকাশ কুমার শাহা, উম্মে কুলসুম এবং হাবিবুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com