৫ দিনে চীন থেকে ভারতে ৪০ হাজার সাইবার হামলা

লেখক:
প্রকাশ: ৪ years ago

পাঁচদিনেই ভারতে ৪০ হাজার ৩শ’ বার সাইবার হামলা হয়েছ চীনের চেংদু শহর থেকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ আইটি ও ব্যাংকিং খাতে চালানো হয়েছে এইসব হামলা।

পূর্ব লাদাখে ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষের পর এই হামলার সংখ্যা বেড়েছে বলে জানান মহারাষ্ট্রের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (২৫ জুন) মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখার স্পেশাল ইনস্পেক্টর যশস্বী যাদব জানান, হামলার বিষয়ে তথ্য সংগ্রহ করেছে মহারাষ্ট্রের সাইবার সেল। চীনের চেংদু প্রদেশ থেকে মূল সাইবার হামলা হচ্ছে।

মহারাষ্ট্রের সাইবার সেল জানাচ্ছে, গত চার-পাঁচ দিনেই কমপক্ষে ৪০ হাজার ৩০০টি সাইবার হামলা করা হয়েছে ভারতের বিভিন্ন সেক্টরে। এজন্য সব সেক্টরকে সতর্ক করে দেয়া হয়েছে।

সম্প্রতি করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতে সাইবার হামলা বাড়িয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।