৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর

লেখক:
প্রকাশ: ২ years ago

৪৪তম বিসিএসের আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

পরীক্ষার তারিখ ঘোষণা করলেও পরীক্ষার হল, আসনবিন্যাস ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এখন জারি করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস-২০২১ এর আবশ্যিক পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর তারিখ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত হবে। পরীক্ষার হল, আসনবিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশা যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।