৪০ বছরের সর্বনিম্ন জিডিপি ভারতের!

:
: ৪ years ago

মহামারি করোনায় ৪০ বছরের মধ্যে শূন্যের নিচে নামলো ভারতের জিডিপি প্রবৃদ্ধি। দেশটি বলছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ কমেছে। যা ১৯৮০ সালের পর ভারতের অর্থনীতিতে সবচেয়ে বড় ধাক্কা।

সোমবার ভারতের জাতীয় পরিসংখ্যান কার্যালয় (এনওএস) প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, করোনার ধাক্কায় প্রথম প্রান্তিকে ভোক্তা ব্যয় গত বছরের এপ্রিল-জুন সময়ের চেয়ে ৩১ দশমিক ২ শতাংশ কমেছে। এ ছাড়া এই সময়ে ম্যানুফ্যাকচারিং খাত ৩৯ দশমিক তিন শতাংশ; নির্মাণ খাত ৫০ দশমিক তিন শতাংশ;বাণিজ্য খাত ৪৭ শতাংশ সংকুচিত হয়েছে।

বিনিয়োগ কমেছে ৪৭ শতাংশ। তবে গত বছরের তুলনায় কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। অর্থনীতির মূল খাতগুলোত যখন নেতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত, তখন ১৬ শতাংশ বেড়েছে সরকারি ব্যয়।

করোনা সংক্রমণ রোধে কারণে গেল ২৫ মার্চ থেকে টানা ৬৮ দিন লগডাউনে থাকে ভারত। এই সময়ে অটোমোবাইল, উৎপাদন, সেবাখাত থেকে শুরু করে অর্থনীতির প্রায় সব খাতেই ঘনিয়ে আসে অশনি সংকেত।যার প্রভাব পড়েছে জিডিপিতে। ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে ইতোমধ্যে ২০ লাখ কোটি রুপির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে মোদি সরকার। যা ভারতের জিডিপির ১০ শতাংশ। ভারতে বর্তমানে ৩৬ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৬৪,৫০০ মানুষ।