গাজীপুরের শ্রীপুরে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম মো. নাসিম এতথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়ল পাড়া গ্রামের মৃত হাদিস মণ্ডলের ছেলে শরীফ মণ্ডল (২৪), সোনাব গ্রামের মৃত তনু ব্যাপারীর ছেলে জুয়েল(২৮) এবং মৃত হোসেন আলীর ছেলে আছমত (৩৮)।
ওসি নাসিম জানান, নরসিংদী থেকে মাদকের বড় একটি চালান আসছে বলে খবর আসে। আজ বিকেলে পুলিশের কয়েকটি দল উপজেলার বরমী ইউনিয়নের বরামা সেতুর পশ্চিমে পাশে অভিযান চালায়। এসময় গাড়ির জন্য অপেক্ষায় থাকা তিনজনকে গ্রেপ্তার করে তল্লাশি করা হলে ৪০ কেজি গাঁজা জব্দ হয়। এ বিষয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা কার হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com