ব্রাহ্মণবাড়িয়া শহরে পাওনা ৪০০ টাকার জন্য রোমান মিয়া নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কাজীপাড়া ধোপাবাড়ির মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে।
রোমান মিয়া ওই শহরের কাজীপাড়া দর্গামহল্লার আব্দুর রহমানের ছেলে। রোমান বিয়ের অনুষ্ঠানে পশু জবাইয়ের কাজ করতেন।
নিহত রোমানের বন্ধু শান্ত জানান, রোমানের কাছে ৪০০ টাকা পাওনা ছিল হোসাইন নামের এক ব্যক্তি। এর জের ধরে সন্ধ্যায় কাজীপাড়ার দুখু মিয়ার চায়ের দোকানে রোমানের বুকে ছুরিকাঘাত করে হোসাইন। গুরুতর আহত রোমানকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক আরিফুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই রোমানের মৃত্যু হয়েছে। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানিয়েছেন, হোসাইনের ছুরিকাঘাতে রোমান মিয়ার মৃত্যু হয়েছে। লাশ সদর হাসপাতালে আছে। হোসাইনকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।