কক্সবাজারের সেন্টমার্টিন থেকে তিন লাখ ইয়াবাসহ মিয়ানমারের ছয়জন নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার দুপুর ১টার দিকে ছেঁড়া দ্বীপের অদূরে সাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি ধারালো কিরিচও উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকের সমুদ্র এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় কোস্টগার্ড সদস্যরা একটি ফিসিং বোট দেখতে পেয়ে সেটি থামানোর জন্য ইশারা করে। পরে ওই ফিশিং বোটে তল্লাশি চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ও ৩টি কিরিচ উদ্ধার করা হয়। এ সময় নিষিদ্ধ মাদক বহনের দায়ে মিয়ানমারের (মগ সম্প্রদায়) ছয়জন নাগরিককে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়জুল ইসলাম মণ্ডল।
কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জব্দকৃত ইয়াবা এবং আটক মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।