কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবীরা।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, হাইকোর্টে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বিত বেঞ্চের অনুমতি নিয়ে রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন তারা। সোমবার হাইকোর্টের ওই বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
ওই মামলায় আপিলের পর তিনি সর্বোচ্চ আদালত থেকে চার মাসের জামিন পেয়েছেন। তবে আরও কিছু মামলায় গ্রেফতার থাকার কারণে তার মুক্তির বিষয়টি আটকে আছে।
এর মধ্যে কুমিল্লার দুই মামলায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা ও বিস্ফোরক দ্রব্যের অবৈধ ব্যবহারের অভিযোগ রয়েছে। আর নড়াইলের মামলাটিতে মানহানির অভিযোগ আনা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com