৩ কোটি টাকার গাড়ি উপহার পেলেন চার মন্ত্রী, নেননি মতিয়া চৌধুরী

লেখক:
প্রকাশ: ৬ years ago

চার সিনিয়র মন্ত্রীকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যেরা গ্রহণ করলেও বিনয়ের সাথেই উপহার ফিরিয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

দামি গাড়ি ব্যবহার করবেন না- এ কথা বলে কৃষিমন্ত্রীর গাড়িটি ফিরিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র।

দলের ও সরকারের হয়ে দীর্ঘদিন অবদান রেখে আসছেন এমন চার মন্ত্রীকে দেয়া হয় এই উপহার। এরা হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তারা প্রত্যেকেই প্রধানমন্ত্রীর উপহার সানন্দে নিয়েছেন। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

পশ্চিম জার্মানির এই বিশ্বখ্যাত ব্র্যান্ডটির প্রতিটি গাড়ির দাম প্রায় ৩ কোটি টাকা।

ওআইসি সম্মেলনের সময়ে গাড়িগুলো আনা হয়েছিলো যা অব্যবহৃত ছিলো এমনটা জানিয়ে সূত্র বলেছে, সিনিয়র মন্ত্রী ও নেতাদের কাজে খুশি হয়েই এগুলো মন্ত্রীদের দিয়েছেন শেখ হাসিনা।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, কয়েকজন মন্ত্রীকে প্রধানমন্ত্রী এমন একটি গাড়ি উপহার দিয়েছেন। আমিও একটি পেয়েছি।-সূত্র: সারাবাংলা