৩৬৯ শিক্ষার্থীকে সম্মাননা দিলো এসবি পুলিশ

লেখক:
প্রকাশ: ৭ years ago

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের ৩৬৯ জন কৃতী সন্তানকে সম্মাননা প্রদান করা হয়েছে। ২০১৬ সালে পিএসসি, জেএসসি, এসএসসি, কোরআনে হাফিজ, এইচএসসি, অনার্স ও মাস্টার্স পরীক্ষায় যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদেরকে এ সম্মাননা দেয়া হয়।

শনিবার এসবি মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩৬৯ জন কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে পিএসসির ১৪০ জন, জেএসসি’র ৯৫ জন, এসএসসি’র ৮১ জন, কোরআনে হাফিজ ৩ জন, এইচএসসি’র ৩১ জন ও অনার্স-মাস্টার্সের ১৯ জন শিক্ষার্থী রয়েছেন।

সম্মাননা অনুষ্ঠানে প্রত্যেক কৃতী ছাত্র-ছাত্রীকে একটি ক্রেস্ট, একটি সার্টির্ফিকেট এবং মেধাবৃত্তি হিসেবে পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়।

এ সম্মাননা উপলক্ষে এসবি কর্তৃক ‘অরুণসারথি’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৩ সাল হতে শুরু হয়ে এ পর্যন্ত পাঁচবার স্পেশাল ব্রাঞ্চে এ ধরনের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্পেশাল ব্রাঞ্চের প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি, হাবিবা হোসেন ও পুলিশ হেড কোর্য়াটার্সের অ্যাডিশনাল আইজি (এইচআরএম) মীর শহিদুল ইসলাম।