৩৫০ রান হলেই খুশি ভারত

লেখক:
প্রকাশ: ২ years ago

দিনের শেষ বল। মেহেদী হাসান মিরাজের আর্ম বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে বিপদ ডেকে আনেন অক্ষর পাটেল। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত করে প্যাডে। বাংলাদেশের আবেদনে আম্পায়ার তুলে দেন আঙুল৷

৬ উইকেট ২৭৮ রানে ভারত দিন শেষ করছে। হাতে ৪ উইকেট রেখে আরও ৭২ রান তুলতে চায় অতিথিরা। সবমিলিয়ে ৩৫০ রান হলেই তারা খুশি৷ ১২ রানে সোহানের হাতে জীবন পাওয়া চেতেশ্বর পুজারা অপরাহ্নে আউট হয়েছেন ৯০ রানে। তাইজুলের দারুণ এক ডেলিভারিতে উপচে পড়ে তার স্টাম্প।

 

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পুজারা বলেছেন, ‘৬ উইকেট এখানে কিছুই না! উইকেটের মান অনুযায়ী আমরা ভালো পুঁজি পেয়েছি। উইকেট অবশ্য ৪/৫ টা হলে ভালো হতো। এই উইকেটে ৩৫০ রান বেশ ভালো স্কোর। এরই মধ্যে দেখেছি স্পিনার দের জন্য উইকেটে টার্ন রয়েছে। আমাদের দলে তিনজন স্পিনার রয়েছে। তবে পেসারদের অসমান বাউন্সের বলগুলো ভুগিয়েছে৷ এই উইকেটে ব্যাটিং সহজ নয়। আশা করছি আমাদের বোলাররা আমাদের জন্য ভালো কিছু করবে।’