ফেনীর আলকেমী হাসপাতালের ফার্মেসিতে সাড়ে ৩৪ টাকার ইনজেকশন ৩৫০ টাকায় বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৯ এপ্রিল) বিকেলে ফেনী ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সোহেল চাকমা জানান, এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে ফেনী শহরের আলকেমী হাসপাতালের ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া একটি মেমোতে দেখা যায় ওই ফার্মেসি থেকে কেনা জি-পেথিডিন নামে ইনজেকশনের দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। প্রকৃতপক্ষে ওই ইনজেকশনের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা রয়েছে ৩৪ টকার ৫০ পয়সা।
তিনি আরও বলেন, ভোক্তার অভিযোগ সত্য প্রমাণ হওয়ায় ওই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশগুপ্তসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com