নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনের রুপাতলি এলাকার নজরুল সড়কের ২১ টি পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান করেছে প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। গতকাল প্রতিমন্ত্রীর নির্দেশে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মোঃমাহিদুর রহমান মাহাদ হেল্প নাম্বারে কল করে সহায়তা চাওয়া ২১ পরিবারের কাছে নগদ অর্থ পৌঁছে দেয়।জানা গেছে, স্থানীয় তিন বন্ধু নিজেদের ব্যক্তিগত উদ্যোগে চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারগুলোয় সহায়তা প্রদান করে আসছিল। কিন্তু তাদের সীমিত পরিসরের উদ্যোগে সব পরিবারের মাঝে ত্রান সামগ্রী দেওয়া সম্ভব না হওয়াতে ৩৩৩ জরুরী নাম্বারে কল সহায়তা চায়। এর পর জরুরী নাম্বার থেকে স্থানীয় এমপির নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলা হলে তারা পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপির কাছে তাদের বিষয় তুলে ধরেন। পরে তাৎক্ষণিক ভাবে প্রতিমন্ত্রী সরেজমিনের সাথে কথার সত্যতা নিশ্চিত হয়ে নগদ সহায়তা প্রদান করে ২১ টি পরিবারের মাঝে। এতে করে ২১ টি পরিবারের মূখে হাসি ফুটে ওঠে আর্থিক সহায়তা পাওয়ায়। এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মোঃমাহিদুর রহমান মাহাদ জানান, জরুরী নাম্বারে কল করে সহায়তা চাওয়া পরিবার গুলোর খোঁজ নিয়ে তাৎক্ষণিক ভাবে প্রতিমন্ত্রীর কাছে পরিবার গুলোর সমেস্যার কথা জানায়।এরপর তাকে নির্দেশ দেওয়া হয় নগদ সহায়তা প্রদান করতে। সে মোতাবেক তিনি ২১ টি পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান করেছে বলেও জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com