তার নির্বাচনী প্রতীক ‘ক্রিকেট ব্যাট’ যার উপরে লেখা ‘প্রধানমন্ত্রী প্রার্থী’
৩২ বার হেরেও ভারতের প্রধানমন্ত্রী প্রার্থী তিনি!
১৯৬২ সাল থেকে নিয়মিত ভারতের বিভিন্ন নির্বাচনে লড়েছেন তিনি। তবে, প্রতিবারই পরাজয়ের সম্মুখীন হয়েছেন তিনি। এবারও দমে যাননি ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা ড. শ্যাম বাবু সুবুধি। টানা ৩২ বার হারলেও এবারের আসন্ন লোকসভা নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন ৮৪ বছর বয়সী শ্যাম বাবু।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি খবরে বলা হয়, এর আগেও ৩২ বার ভারতের বিভিন্ন বিধানসভা এবং লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন শ্যাম বাবু। এবারের লোকসভা নির্বাচনে তিনি লড়বেন উড়িষ্যার আসকা ও বেরহামপুর আসন থেকে। তার নির্বাচনী প্রতীক ‘ক্রিকেট ব্যাট’ যার উপরে লেখা ‘প্রধানমন্ত্রী প্রার্থী’। তিনি একাই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজের পক্ষে ভোট চাইছেন।
শ্যাম বাবু বলেন, “৩২ বার আমি নির্বাচনে প্রার্থী হয়েছি এবং প্রতিবারই হেরেছি; কিন্তু তারপরও দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রাম আমাকে চালিয়ে যেতে হবে”।
“হারি জিতি পরোয়া করি না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়েই যাব”, যোগ করেন ড. শ্যাম বাবু সুবুধি।
এদিকে, ভোটারদের অনেকেই শ্যাম বাবুর সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন। তারা সততার পক্ষে শ্যাম বাবুর এই লড়াইকে সাধুবাদ জানিয়েছেন।