৩০তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদির শিপু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম কিবরিয়া। শুক্রবার রাজধানীর ফার্স হোটেল মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আব্দুল কাদির শিপু তেজগাঁও রাজস্ব সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত। আর গোলাম কিবরিয়া ঢাকা কর অঞ্চল-১০-এর সহকারী কমিশনার (ট্যাক্স)। ৩০তম বিসিএসের সব ক্যাডারের প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করে।
২০১৮-২০১৯ সালের জন্য দুই বছর মেয়াদে এ কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদির শিপু জানান, ৩০তম বিসিএস ব্যাচের সব ক্যাডার কর্মকর্তার মধ্যে যথাযথ আন্তঃক্যাডার সমন্বয়ের মাধ্যমে একযোগে এ কমিটি কাজ করবে।
নবনির্বাচিত সভাপতি আব্দুল কাদির মিয়া শিপু জানান, ৩০তম বিসিএস ব্যাচের সকল ক্যাডারের কর্মকর্তার মধ্যে যথাযথ আন্তঃক্যাডার সমন্বয়ের মাধ্যমে একযোগে এ কমিটি কাজ করবে।
এছাড়াও পুলিশের এটিএম আরিফ হোসেন, সড়ক ও জনপথের আশীষ মুখার্জি সহ-সভাপতি, স্বাস্থ্যের ডা. গাউসুল আজম ও শিক্ষার মামুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক, আনসারের রুবেল উকিল, প্রাণিসম্পদের রিগ্যান মোল্লা, খাদ্যের কামাল হোসেন যুগ্ম সম্পাদক, অডিটের সোহেল রানা ট্রেজারার, প্রশাসনের অমিত দেবনাথ দফতর সম্পাদক, পররাষ্ট্রের বশির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, গণপূর্তের মোস্তাফিজুর রহমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক, শিক্ষার মনিরুজ্জমান শিক্ষা ও গবেষণা সম্পাদক, কৃষির রাজু আহমেদ প্রচার সম্পাদক, পুলিশ ক্যাডারের নিশাত রহমান মিথুন সাংস্কৃতিক সম্পাদক, রেলওয়ের মাইনুল ইসলাম আইন সম্পাদক, সমবায়ের ফারহানা আক্তার সমাজকল্যাণ সম্পাদক, স্বাস্থ্য ক্যাডারের ডা. যুবায়ের আনাম স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সকল ক্যাডার হতে আরও আট জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।
পূর্ববর্তী কমিটির সভাপতি পুলিশ ক্যাডারের নাজমুস সাকিব খান ও সাধারণ সম্পাদক প্রশাসন ক্যাডারের আশরাফুল আলম ইকবাল আগামী ১ জানুয়ারি ২০১৮ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com