আলোচনার এক প্রকার বাইরে চলে যাওয়া মোহাম্মদ আশরাফুল ব্যাট হাতে ঝড় তুলেছেন। তবে সেটা দেশের মাটিতে নয়, বিদেশে।
ফ্রান্সের টি-টেন লিগে এসি স্টেইন্সের (একাডেমিয়া ডি ক্রিকেট ডি স্টেইন্স) হয়ে নিজের প্রথম ম্যাচেই ঝড় তোলেন তিনি। মাত্র ৪০ বল খেলে ২৯৫ স্ট্রাইক রেটে তোলেন ১১৮ রান! বিধ্বংসী এই ইনিংসে ২০টি চারের পাশাপাশি ৪টি বিশাল ছক্কাও হাঁকান তিনি। তার অনবদ্য সেঞ্চুরিতে দলও পেয়েছে ১০ উইকেটের বিশাল জয়।
এদিন ফ্রান্সের টি-টেন লিগে তাদের প্রতিপক্ষ ভিলেনুভে সুপার কিংস সিসি আগে ব্যাট করে ৩ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে। ১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তোলেন অ্যাশ। তার ব্যাটে ভর করে ৮.৩ ওভারেই ১৩৯ রান তুলে জয় নিশ্চিত করে এসি সেইন্টস। আশরাফুলের সতীর্থ মল্লিক শুভ ১২ বলে ১ চার ও ১ ছক্কায় ১৭ রানে অপরাজিত থাকেন।
ইউরোপের মাটিতে অবশ্য এটি ছিল আশরাফুলের প্রথম সেঞ্চুরি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com