২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচনের নির্দেশ

লেখক:
প্রকাশ: ৭ years ago

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিতে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে চলতি মাসের ২৮ জুনের মধ্যে ওই নির্বাচনে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

৬ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দিয়েছিলেন।

১৫ মে দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরের নির্বাচন হওয়ার কথা ছিল।

শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে এবং নির্বাচনের তফসিল নিয়ে এই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম রিটটি করেন। আজহারুল ইসলাম সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের বেয়াই।

এরপর এই নির্বাচন স্থগিত নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর করা আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ বাতিল করলেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ আদেশ দেন।