২৭ যুগ্মসচিবের দফতর বদল

:
: ৭ years ago

২৭ যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনে এ রদবদলের কথা বলা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ূন কবীর ও কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক শেখ মো. রেজাউল ইসলাম, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক জাহাংগীর আলম, সাভারের বিপিএসিটির পরিচালক আবদুল বাকী, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক ইকবাল মাহমুদ ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাসুদ করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আহসান হাবীব তালুকদারকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ও বেগম সামিনা ইয়াসমিনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেনকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে স্থানীয় সরকার বিভাগে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার বেগম রাশিদা ফেরদৌসকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।

পরের প্রজ্ঞাপনে ভূমি মন্ত্রণালয়ের ন্যাশনাল ল্যান্ড জোনিং প্রকল্পের পরিচালক শওকত আকবরকে একই মন্ত্রণালয়ের মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের পরিচালক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য এ বি এম ফজলুর রহমানকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাসকে জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের পরিচালক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পরিচালক আইয়ুব হোসেনকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক নারায়ণ চন্দ্র দেবনাথকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জয়নুল বারীকে বাংলাদেশ বিমানের পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু বকর সিদ্দিককে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলীকে জাতীয় কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের সদস্য, কামরুল হাসানকে নির্বাচন কমিশনের যুগ্মসচিব, বেগম লায়লা আরজুমান্দ বানুকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক ও এ কে এম আলী আহাদ খানকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ হামিদ জমাদ্দরকে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক, জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের অতিরিক্ত পরিচালক সৈয়দ তৌহিদুর রহমানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।