২৪ নং কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বার্ষিকী ও পুনর্মিমনী অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

শতবর্ষ শত হাজার প্রাণ, ঐতিহ্যের জয়গান এই স্লোগান নিয়ে আজ ৮ জুন দুপুর ২ টায় ২৪ নং কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের আয়োজনে। ১০০ বার্ষিকী ও পুনর্মিমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি শতবর্ষ উদযাপন কমিটি, মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা বরিশাল, এডভোকেট মাহবুবুর রহমান মধু, প্রধান শিক্ষক ২৪ নং কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেহানা ইয়াসমিন, সাবেক প্রধান শিক্ষক ২৪ নং কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সি মাহাতাব উদ্দিন, সম্পাদক শতবর্ষ উদযাপন কমিটি ২৪ নং কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

সেখানে জেলা প্রশাসক এস এম, অজিয়র রহমান, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।