২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ: খোকন

লেখক:
প্রকাশ: ৭ years ago

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে প্রায় ১৭ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে। আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলনে অগ্রগতি জানাবেন দক্ষিণের মেয়র সাইদ খোকন।

রাজধানীতে পশু কোরবানির জন্য ১ হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করে দেয়া হলেও মানা হয়নি নির্দেশনা। যেখানে সেখানে হয়েছে পশু কোরবানি। এবার দুই সিটি কর্পোরেশনে প্রায় ৪ লাখ ৭৫ হাজার পশু কোরবানি হয়েছে। ঈদের তিন দিন অতিরিক্ত প্রায় ২৫ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে।

এরমধ্যে দক্ষিণে ১৮ হাজার টন এবং উত্তরে ১০ হাজার টন। বর্জ্য অপসারণে গতি আনতে দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। উত্তরের মেয়র আনিসুল হক অসুস্থ থাকায় সমন্বয় করছেন দক্ষিণের মেয়র সাইদ খোকন।