২২ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

:
: ৬ years ago

সেমিস্টার ফি কমানোসহ ২২ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  আজ বুধবার সকাল ৮টার পর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।

সকাল ১০টার দিকে প্রক্টর আন্দেলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।  এর প্রেক্ষিতে প্রক্টর বিষয়টি উপাচার্যের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর সেমিস্টার ফি কমানোর কথা থাকলেও এবার উল্টো আরও ফি বাড়ানো হয়েছে।