রাজধানীর বুড়িগঙ্গা-তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ২২তম দিনে সোমবার (২৫ মার্চ) ৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মিরপুর থানার ছোট দিয়াবাড়ি ও সাভার থানার কাউন্দিয়া এলাকায় তুরাগ নদীর উভয় তীরে এ উচ্ছেদ অভিযান চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফ হাসানাত জানান, ২২তম দিনের অভিযানে চারতলা পাকা ভবন একটি, তিনতলা চারটি, দোতলা সাতটি, একতলা ১৩টিসহ ২৫টি পাকা ভবন উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি আধা পাকা ভবন আটটি, টিনের ঘর ২৩টিসহ ৫৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এর আগে গত ২৯ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত ২১ কার্যদিবসে বুড়িগঙ্গার কামরাঙ্গীরচর এলাকা থেকে শুরু করে ধারাবাহিকভাবে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় জহুরাবাদ পালপাড়া পর্যন্ত তুরাগ নদীর উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।
জানা গেছে, এ সময় মোট পাকা স্থাপনা ৩৪১টি, আধা পাকা ৪০৩টি, পাকা বাউন্ডারি ওয়াল ১৬৬, অন্যান্য ১৮০১টিসহ ২ হাজার ৭১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া ৫৮ একর জমি অবমুক্ত এবং ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।