চট্টগ্রামে ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি আবুল কালাম চৌধুরীকে (৭০) গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার ২০ বছর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এতথ্য জানান।
গ্রেপ্তার আবুল কালাম চৌধুরী চট্টগ্রামের হাটহাজারী থানাধীন চারিয়া কাজী পাড়ার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৩ সালের ২৬ মে সকালে আবুল কালাম চৌধুরী ও তার সহযোগীরা ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে চারিয়া কাজীপাড়ায় তিন সহোদরকে হত্যা করেন। ওই ঘটনায় নিহতদের ভাই কাজী মফজল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলায় আবুল কালাম চৌধুরীসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
মামলার শুরু থেকে দীর্ঘ ২০ বছর পলাতক ছিলেন ট্রিপল মার্ডর মামলার আসামি আবুল কালাম চৌধুরী। সর্বশেষ তিনি গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ের একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আসামিকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com