২০ দপ্তরের মধ্যে ২০ নম্বর হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন

লেখক:
প্রকাশ: ৪ years ago

সরকারের সাথে কর্মসম্পাদন চুক্তি করেছিল বরিশাল সিটি কর্পোরেশন। সেই চুক্তি ভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

প্রতিবেদনে হতাশা ফুটে উঠেছে ঐতিহ্যে লালিত বরিশালের। ১০০ নম্বরের মধ্যে পাস মার্কও পায়নি কর্পোরেশন। মাত্র ২৯ দশমিক ৪০ পেয়ে ২০টি দপ্তরের মধ্যে ২০ নম্বর হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব একেএম মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় স্থানীয় সরকার বিভাগের সচিবের সাথে এই বিভাগের আওতাধীন ২০টি দপ্তর/সংস্থা/সিটি কর্পোরেশনসমূহের প্রধানগন ২০১৯ সালের ২৩ জুন তারিখে ২০১৯-২০ অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।

২০১৯-২০ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমানকসমূহ মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ২৯ দশমিক ৪০ নম্বর পায় বরিশাল সিটি কর্পোরেশন।

সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দ্বিতীয় স্থানে সিলেট সিটি কর্পোরেশন, পঞ্চম স্থানে গাজীপুর সিটি কর্পোরেশন, সপ্তম স্থানে কুমিল্লা সিটি কর্পোরেশন, নবম স্থানে চট্রগ্রাম সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দশম, এগারোতম নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন, বারোতম স্থানে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ৭৫ দশমিক ৩০ নম্বর নিয়ে ১৬তম স্থানে রয়েছে রংপুর সিটি কর্পোরেশন, ৭৪ দশমিক ৬০ নম্বর নিয়ে ১৭ নম্বরে রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন, ৭২ নম্বর নিয়ে খুলনা সিটি কর্পোরশন রয়েছে ১৮ নম্বরে, ৬৯ দশমিক ৬০ নম্বর নিয়ে ১৯ তম স্থানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং সর্বনিন্ম ২৯ দশমিক ৪০ নম্বর নিয়ে ২০ তম অর্থাৎ সবার শেষে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।