২০২৩ সালের পরও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

:
: ৬ years ago

চীনের প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিংয়ের দায়িত্ব দুই মেয়াদে সীমাবদ্ধ রাখা সংক্রান্ত সংবিধানের একটি ধারা বাতিলের প্রস্তাব করেছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। তারা, ২০২৩ সালের পরও চীনের প্রেসিডেন্ট হিসেবে শি’কেই দেখতে চাচ্ছেন।
এর আগে, গত বছর শি জিনপিংকে মাও সেতুংয়ের পর সবচেয়ে ক্ষমতাশালী নেতার স্বীকৃতি দেয় তার দল। এমনকি শি জিনপিংয়ের আদর্শকে পার্টির সংবিধানেও যুক্ত করার মাধ্যমে তাকে একচ্ছত্র ক্ষমতাও দেয়া হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানাচ্ছে, চীনের বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পাঁচ বছর করে দুই মেয়াদে ১০ বছরের বেশি দায়িত্বে থাকতে পারবেন না।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এ সংক্রান্ত ধারাটি পরিবর্তন করার প্রস্তাব করেছে। তবে এ প্রস্তাবের ব্যাপারে আর বিস্তারিত কিছু জানাতে পারেনি তারা। বিবিসি ও সিনহুয়া।