গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের ২০০ মিটার স্প্রিন্টে ৩৬ জন প্রতিযোগির মধ্যে ৩৬তম হয়েছেন শিরিন আক্তার। বাংলাদেশের দ্রুততম মানবী ১ হিটে দৌঁড়িয়েছিলেন ১ নম্বর লেনে। ২৬.১৭ সেকেন্ড সময় নিয়ে সবার শেষে দৌঁড় শেষ করেছেন শিরিন। ১০০ ও ২০০ মিটার হিটে বাদ পড়ার মধ্যে দিয়ে শেষ হয়েছে কমনওয়েলথ গেমসে বাংলাদেশের অ্যাথলেটিক।
এর আগে অ্যাথলেটিকের প্রথম দিনে শিরিন ১০০ মিটারে অংশ নিয়ে যথারীতি হিটেই বাদ পড়েছিলেন। তবে ১০০ মিটারে শিরিনের পেছনে ৪১ জন প্রতিযোগির মধ্যে ৩ জন থাকলেও ২০০ মিটারে ৩৬ জন প্রতিযোগির ৩৫ জনই ছিলেন বাংলাদেশের দ্রুততম মানবীর সামনে।
অ্যাথলেটিকে অংশ নিতে যাওয়ার আগে বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও দ্রুততম মানবী শিরিন আক্তার দুইজনই নিজেদের সেরা টাইমিংয়ের চেষ্টার কথা বলেছিলেন। কিন্তু দুইজনের কেউই পারেননি ক্যারিয়ারসেরা টাইমিং করতে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com