সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দল এরই মধ্যে সিলেটে অবস্থান করছে। জাতীয় দলের খেলা হলে এমনিতেই পুরো দেশের নজর থাকে ক্রিকেট মাঠে। তবে এবার সিলেটের দিকে আলাদা নজর থাকবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী পরিচালনা পর্ষদের সভা হবে সিলেটে। লম্বা সময় পর ঢাকার বাইরে বিসিবি পরিচালনা পর্ষদের সভা করতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর সিলেটের পাঁচতারকা হোটেলে এই সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় সভা শুরুর সময় দেওয়া হয়েছে। সেদিন বাংলাদেশ ও নেদারল্যান্ডস সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সন্ধ্যা ৬টায়।
এই সভার দিকে ক্রিকেটপ্রেমিদের আগ্রহ একটু বেশি থাকবে। সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসবে। অক্টোবরে বিসিবির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ, নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।
এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজনের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে। এই আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘আইএমজি’। বিসিবি থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে আইপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করা আইএমজি’ই পেতে যাচ্ছে আগামী বিপিএল আয়োজনের দায়িত্ব।
এছাড়া বিপিএল, ঘরোয়া ক্রিকেটের ফিক্সিং ইস্যুতে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন এবং শাস্তির সুপারিশের বাস্তবায়ন করতে পারে বিসিবি। যদিও বিসিবি জানিয়েছে, বিসিবি সভাপতির হাতে চূড়ান্ত রিপোর্ট না আসার আগ পর্যন্ত কোনো অভিযুক্ত ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কিংবা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে না দেশের ক্রিকেট বোর্ড।