‘বাস্তব’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হয়েছে ব্যান্ডদল ‘আভাস’। এটি তাদের তৃতীয় গান। শহরের বাস্তবতার গল্প নিয়ে করা গানটির কথা ও সুর করেছেন তানযীর তুহীন। ভিডিওটি নির্মাণ করেছেন আরিফুর রহমান।
সম্প্রতি ‘আভাস’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে প্রায় ১ বছরের বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে ফিরলো দলটি।
নতুন গানটি প্রসঙ্গে ব্যান্ডটির ভোকাল তানযীর তুহিন বলেন, ‘আভাস সবসময়ই যাপিত জীবনের বাস্তবতা নিয়ে গান করার চেষ্টা করে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আগের গানগুলোর মতোই ‘বাস্তব’ গানটিও নাগরিক ফ্লেভার দেবে শ্রোতাদের। এখানে শহরের নানা ধরনের জীবন ও চিত্রের বাস্তবতা উঠে এসেছে।’
প্রসঙ্গত, ২০১৭ সালে শিরোনামহীন ছাড়ার পর একই বছরের শেষের দিকে নতুন ব্যান্ড ‘আভাস’ গড়ে তোলেন তানযীর তুহিন। এরপর ২০১৮ সালের আগস্ট মাসে ‘মানুষ ১’ শিরোনামে প্রথম গান প্রকাশ করে দলটি। পরের বছরের জানুয়ারিতে প্রকাশিত হয় ‘আভাস’ শিরোনামের একটি গান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com